Koyra Hospital

করোনায় মৃতের সংখ্যা কমলো

অনলাইন ডেস্ক »

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮১৯ জনে।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছেন ৭১৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৪ হাজার ২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন।

আরও পড়ুন >> করোনায় আক্রান্তের সঙ্গে কমেছে মৃতের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় ১৯৪টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৫টি।

একই সময়ে শনাক্তের হার ৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

আরও পড়ুন >> করোনার টিকার জন্য নিবন্ধন শুরু ২৬ জানুয়ারি

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন।

মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, সিলেটে দু’জন ও ময়মনসিংহে বিভাগে একজন রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেয়ার করুন »

মন্তব্য করুন »