Spread the love
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় নসিমনের ৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শৈলকুপা (সার্কেলের) সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় কাজ শেষে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক শৈলকুপা শেখপাড়া থেকে নসিমনযোগে ঝিনাইদহ শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে মদনডাঙ্গা বাজারে এলে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নসিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ৪ জন।
আরও পড়ুন >> ৮ বছর পর শীর্ষে ম্যান ইউ
তিনি আরও জানান, খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।