Spread the love
পটুয়াখালীর গলাচিপায় তিন দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিষ কুমার।
সরকারি নিষেধাজ্ঞা না মানায় পৌরসভার কাঁচাবাজার রোডের তাইয়েবা স্টোরকে এক হাজার, থানা মসজিদ রোডের কেয়া স্টোরকে পাঁচ হাজার ও জোনায়েত গার্মেন্টসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসমাগম থেকে দূরে থাকা, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া ও মাস্ক ব্যবহারের নির্দেশ দেন।
এ সময় গলাচিপা থানার এসআই আমির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।