Spread the love
তিন দিন পর স্বাভাবিক হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে সহজেই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক সম্পূর্ণ ভাবে খুলে দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে এটি সাময়িক ভাবে ডাউন করা ছিল।
গত ২৬ মার্চ বিকেল থেকে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। ওই দিন থেকে ব্যবহারকারীরা ফেসবুক লগইন করতে সমস্যায় পড়েন, সেই সঙ্গে বার্তা আদান-প্রদানেও সমস্যা হয়।
এর আগে বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপের সীমিত সেবার বিষয়ে আমেরিকান টেক জায়ান্ট ফেসবুক বিবৃতি দেয়।