পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার লক্ষ্যে ৭ মার্চের যে ভাষণ দিয়ে দেশের স্বাধীনতার ডাক দিয়ে লাল সবুজের পতাকা এনে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত দিয়েছেন।’
শুক্রবার পটুয়াখালীর গলাচিপায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ৮টার দিকে তুরস্ক স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেশ গড়ার কাজে সকলকে সহযোগিতা করতে আহ্বান জানান সংসদ সদস্য।
দিবসের শুরুতে গলাচিপার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা, বঙ্গবন্ধু ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ।
পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ফুলের স্টিক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও, বিভিন্ন আনন্দ ক্রীড়া, রচনা, চিত্রাঙ্কণ প্রতিযোগীতা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া, আগামী ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়ায় বর্ণাঢ্য উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সকল কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন।