Spread the love
চট্টগ্রামের লোহাগাড়া সড়ক জনপথ (সিএনবি) সওজে সজ্জিত গাছ লুট ও জায়গা দখলের অভিযোগ উঠছে স্থানীয় ভূমি দস্যু ও বন দস্যুদের বিরুদ্ধে।
উপজেলা চুনতি ইউনিয়নে আরকান মহাসড়কে নব নির্মিত ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, সাবেক সওজের দারোয়ান সরোয়ার ও তার দুই ছেলের বিরুদ্ধে সরকারি গাছ কেটে উজাড় করা এবং স্থাপনা দখলের অভিযোগ উঠেছে।
এবিষয়ে সওজ ও সড়ক জনপথ দোহাজারী কার্যলয়ে এক কর্মকর্তা দৈনিক দেশের কন্ঠকে জানান, মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।