Spread the love
রাজধানীর মোহাম্মদপুর থেকে মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব।
সোমবার র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
এর আগে রোববার মোহাম্মদপুর থানার সাতমসজিদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. ফিরোজ মিয়া (৩৫) ও রকিবুল আলম ওরফে তানিম (৩৪)।
নিয়োগ দেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
র্যাব কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী মোহাম্মদপুর থানার সাতমসজিদ হাউজিং এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় র্যাব। এ সময় ১০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) ও ২৭০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারীকে আটক করা হয়।