Spread the love
পবিত্র শব-ই-বরাত উপলক্ষে মঙ্গলবার পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে দেশে পবিত্র ‘শবে-বরাত’ পালিত হবে। পরের দিন ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, বেসরকারিসহ আদালত বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
আগামী ৩১ মার্চ (বুধবার) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।