Spread the love
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩নং পায়রাবন্দ ইউনিয়নে খাঁন বাড়ী রোডে বেগম রোকেয়ার ছবি নির্মিত গেট নির্মাণ কাজ চলমান।
গেটটি নির্মাণ হচ্ছে ৩নং পায়রাবন্দ ইউনিয়নের পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে। গেটটি নির্মাণ করছেন ৩নং পায়রাবন্দ ইউনিয়নের চোয়ারম্যান জনাব মোঃ ফয়জার রহামান খাঁন। তিনি জানান গেটটি ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত হচ্ছে। তিনি আরও জানান বেগম রোকেয়ার পূর্নাঙ্গ ছবি দ্বারা গেটটি নির্মিত হচ্ছে বেগম রোকেয়ার স্মরণে।