Spread the love
অনলাইন ডেস্ক:
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রতীক নৌকা। তাপসের নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণায় একটি সুসজ্জিত নৌকা সড়কে চলতে দেখা যায়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) লালবাগ থানারনার বিভিন্ন এলাকায় নৌকাটির দেখা মেলে।
কাঠের তৈরি নৌকাটি একটি পিকআপভ্যানের উপর স্থাপন করা হয়েছে। শুধু নৌকাই নয়, মাঝিমাল্লাও দেখা যায় নৌকার উপরে। সেই সঙ্গে নৌকার সাউন্ড বক্সে বাজানো হচ্ছে তাপসের নির্বাচনী প্রচারণার গান। চকবাজার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে নৌকাটি বানানো হয়েছে।
কাঠের তৈরি নৌকাটি সড়কে চলার সময় জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকে নৌকার ছবি তুলতেও দেখা যায়।