চলাচলে নিষেধাজ্ঞার কোন প্রভাব পড়েনি রাজধানীতে। যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর অলিগলি রাজপথে।
মঙ্গলবার সকাল থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকে রাজধানীর রামপুরা বাড্ডা আবুল হোটেল ও কাকরাইল এলাকা যানজটে পরিপূর্ণ ছিল। সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
গণপরিবহন বন্ধ থাকায় রিকশা, সিএনজি অটোরিকশা ও ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকারসহ ছোট ছোট যানবাহনের কারণে এ সময় শহরের কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়।
চিরচেনা রাজধানী ঢাকার এমন চিত্র দেখে মনে হয় না দেশে চলাচলে কোন নিষেধাজ্ঞা আছে।
তবে গণপরিবহন না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।
রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, অনেকে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। চা দোকানে বসে আড্ডা দিচ্ছেন।
সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।