Spread the love
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।
বুধবার সকাল ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সাপ্তাহিক বড়ইছড়ি বাজার, উপজেলা সদর এবং কাপ্তাই সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় ইউএনওকে দেখে মাস্কবিহীন এক ব্যক্তি বাজারের ব্যাগ দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন।
অভিযানে মাস্কবিহীন চলাচলের অপরাধে ১২ জনের বিরুদ্ধে মামলা এবং এক হাজার দুইশ টাকা জরিমানা আদায় করা হয়।
বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান
এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি, কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াস, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।