চট্টগ্রাম লোহাগাড়ায় বড়হাতিয়া দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল(৩০) নামের এক যুবক খুন হয়েছে,গতকাল বুধবার রাত অনুমানিক আটটায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করছেন স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন।
সে বড়হাতিয়া কুমিরাঘোনা গ্রামের হারিমুন পাড়ার আজিজুর রহমানের পুত্র।
সূত্রমতে গতকাল দুপুর ২টায় বড়হাতিয়া কুমিরাঘোনা কালিনগর এলাকার হারিমুন পাড়ার আজিজুর রহমানের পুত্র সাইফুল সন্ত্রাসী হামলার সিকার হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম চমক হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান দীর্ঘদিন থেকে এলাকায় দুই তিনটি গ্রুপের আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে ইতিপূর্বে আনোয়ার, এমরান ও মুজাম্মেল হক নামের ৩ ব্যক্তি খুন হয়েছে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ জানান খবর পেয়ে পুলিস ঘটনাস্থানে পরিদর্শন করছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।