করোনার টিকার জন্য আগামী ২৬ জানুয়ারি নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
সোমবার বিকেল সোয়া ৪টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ কথা জানান।
খুরশীদ আলম বলেন, ‘২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে যেকোন একদিন বেক্সিমকোর মাধ্যমে দেশে করোনার টিকা আসবে।’
তিনি বলেন, ‘প্রথম লটের টিকা ২৭ তারিখের মধ্যে জেলা পর্যায়ে পৌঁছাবে। আর ফেব্রুয়ারির শুরুতে টিকা পাবে দেশের মানুষ।’