Koyra Hospital

জগতের সবচেয়ে আবেদনময়ী পুরুষ তিনি

অনলাইন ডেস্ক »

পিপল ম্যাগাজিনের ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ ২০২০’০ হিসেবে মনোনীত হয়েছেন মার্কিন অভিনেতা-প্রযোজক মাইকেল বি জর্দান। একইসঙ্গে ম্যাগাজিনটির ৩৫তম বর্ষপূর্তি সংখ্যার কভারে জায়গা করে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালেই টাইম ম্যাগাজিনের করা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও উঠে এসেছে জর্দানের নাম

পিপলস ম্যাগাজিনের তালিকায় নাম আসার পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘ভাবতেই ভালো লাগছে। সবাই মজা করে বলতো, তুমি সম্ভবত কখনোই এই তালিকায় নিজের নাম দেখতে পাবে না। কিন্তু এর অংশ হওয়া সত্যিই আনন্দের।’

এই তালিকায় তার নাম আসার কারণ ‘ফ্রুটভেল স্টেশন’ ও ‘জাস্ট মার্সি’ সিনেমায় তার অসাধারণ অভিনয় নজর কেড়েছে সমালোচকদের। এর আগে, ২০১৮ সালে ‘ব্ল্যাক প্যানথার’ ছবিতে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেন তিনি।

মাইকেল অভিনীত পরবর্তী চলচ্চিত্র ‘উইদাউট রিমোর্স’, সেখানে ‘জন ক্লার্ক’ চরিত্রে দেখা যাবে তাকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি।

শেয়ার করুন »

মন্তব্য করুন »