Koyra Hospital

ঐতিহ্যবাহী পাতাখেলার উদ্বোধন করলেন সমাজসেবক আব্দুল: মালেক মন্ডল!

:: বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :: »

দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতাখেলা বিজুল কঞ্চিগাড়ী গ্রামে
শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথিঃ বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃমালেক মন্ডল (বৈদাহার)।

উদ্বোধন শেষে এক বিশেষ বক্তব্যে আঃ মালেক মন্ডল বলেন-মাদক আশ্রিত জীবনের দ্বারপ্রান্তে বর্তমান যুবসমাজ বিপন্নতাই, ধ্বংসের পথে জীবন সংসার, এই মাদকদ্রব্য মহামারী থেকে বাঁচতে হলে অভিভাবকদের কঠোর নজর দারি সহ খেলা ধুলার কোন বিকল্প নেই, তাই সব কিছু মাঝেও মানবীয় বৈশিষ্ট্যের অভিষেক ঘটাতে আমি আঃ মালেক মন্ডল সকল সেবার পাশাপাশি যুবসমাজ ও তরুণদের মাদকের বিষাক্ত ছোবল থেকে দুরে রাখতে ইউনিয়নের প্রতিটি মাঠে বিভিন্ন খেলা ধুলার আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খেলোয়াড়দের খেলা-ধুলার বিভিন্ন সরঞ্জামাদি সহ সহযোগীতা করেই চলেছে পর্যাক্রমে সর্বত্র। বিশাল এই পাতা খেলায় দূরদূরান্ত থেকে গণিক/খেলোয়াড়গণ অংশ গ্রহণ করছেন,গ্রাম গঞ্জ থেকে প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই পাতা খেলায় এলাকার বিনোদন প্রিয় মানুষ গুলো দলে দলে নারী ও পুরুষ এসেছেন।আজকের খেলায় সর্বমোট-3টি দল অংশগ্রহণ করেছিলেন।

শেয়ার করুন »

মন্তব্য করুন »